মহাভারত একটু অন্য চোখে - কৌরবদের ১০২ জন কারা?

#মহাভারত_একটু_অন্য_চোখে

#কৌরবদের_১০২জন_কারা_?

#অমিতাভ_ব্যানার্জী

আমরা পঞ্চপান্ডব দের নাম  সবাই জানি।
কিন্তু ১০০জন  কৌরব দের নাম কয়জন জানি? দুষ্ট হলেও তাদের নাম গুলো জানার ইচ্ছা আমাদের অনেকের। তার জন্য সংগ্রহ করে লিখছি :-

১) দুর্যোধন
২) দু:শাশন
৩) দু:সহন
৪) দু:শলন
৫) জলগন্ধ
৬) সমন
৭) সহন
৮) বিনন্ধন
৯) অনুবিন্ধন
১০) দুর্ধর্ষ
১১) সুবাহু
১২) দু:শপ্রধরশা
১৩) দুর্মরশ
১৪) দু:মুখা
১৫) দু:শকর্ণ
১৬) বিকর্ণ
১৭) সলন
১৮) সাথয়া
১৯) সুলচন
২০) ছিথ্র
২১) উপছিথ্র
২২) ছিথ্রাক্ষ
২৩) চারুছিথ্র
২৪) সরাসনা
২৫) দুর্মদ
২৬) দুরবিজ্ঞ
২৭) বিবিলসু
২৮) বিকাতিনন্দ
২৯) ওরনানভ
৩০) সুনাভ
৩১) নন্দ
৩২) উপানন্দ
৩৩) ছিত্রবান
৩৪) ছিত্রবর্মা
৩৫) সুবর্মা
৩৬) দুর্বিমোচা
৩৭) অয়বাহু
৩৮) মহাবাহু
৩৯) কান্চনধ্বজা
৪০) ছিত্রামগ
৪১) ছিত্রকুন্ডল
৪২) ভীমবেগ
৪৩) ভীমবালা
৪৪) কুন্ধাসী
৪৫) বালকি
৪৬) বেলাবর্ধনা
৪৭) উগ্রযুধ
৪৮) সুসেনা
৪৯) বীরাযশ
৫০) কুন্ধধারা
৫১) মাহোদরা
৫২) ছিত্রযুধা
৫৩) নিশামগি
৫৪) পাসি
৫৫) বৃন্দারকা
৫৬) দৃধাবর্মা
৫৭) দৃধাক্ষত্রা
৫৮) সমাকীর্তি
৫৯) অন্তুদরন
৬০) দৃধাসন্ধা
৬১) জরাসন্ধা
৬২) সত্যসন্ধা
৬৩) সদাসুবাক
৬৪) উগ্রসর্বাস
৬৫) উগ্রসেনা
৬৬) সেনানী
৬৭) দু:শপ্রাজা
৬৮) অপরাজিত
৬৯) কুন্ধাসাই
৭০) বিশালাক্ষ
৭১) দুর্ধরা
৭২) দৃধাহস্তা
৭৩) সুহস্তা
৭৪) বাতাবেগা
৭৫) সুবার্চা
৭৬) আদিত্যকেত
৭৭) রাভী
৭৮) বাহায়াসী
৭৯) নাগদাতা
৮০) উগ্রসাই
৮১) কাবাচি
৮২) ক্রাধান
৮৩) কুনদ্ধাই
৮৪) ভীমাবিক্র
৮৫) ধনুধারা
৮৬) বীরবাহু
৮৭) অলৌপন
৮৮) অভয়ান
৮৯) দৃধাকর্মাবু
৯০) দৃধারথশ্রয়
৯১) অনাধ্রুস্য
৯২) কুন্ধভেডী
৯৩) বীরাভি
৯৪) চিত্রকুন্ধালা
৯৫) প্রেমাধন
৯৬) অমাপ্রমাধি
৯৭) দিরখারমা
৯৮) সুবীরয়বা
৯৯) ধীর্খবাহু
১০০) সুজাত

এবং একটি বোন "দু:শলা"।

কিন্তু  এইখানেই  একটা  খুব  কম   জানা   তথ্য   আছে।
আসলে ধৃতরাষ্ট্রের ১০০ নয় ১০২ সন্তান ছিল, তার   মধ্যে গান্ধারীর  ছিল ১০১ সন্তান। গান্ধারী প্রায় দুই বছর জটিল প্রসূতি অবস্থায় ছিল বলে তার সঙ্গিনী সৌভালির গর্ভে এক সন্তানের জন্ম দেয় ধৃতরাষ্ট্র, বংশ রক্ষা ও প্যান্ডবের সন্তান to জন্মের প্রতিযোগিতায় জেতার জন্য।
এর নাম “যুযুৎসু” ।
তবে এ দ্রৌপদীর বস্ত্রহরণ এবং তার পরবর্তী কৌরবদের সমস্ত অন্যায় কাজের বিরোধিতা করেছিল এবং অবশেষে কুরুক্ষত্রের যুদ্ধে পান্ডব পক্ষ নিয়েছিল ও যুদ্ধের শেষেও বেঁচে ছিল।
ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারীর  যে   একটি মেয়ে  ছিল  তা   তো   আগেই   বলেছি   তার   নাম “দুঃশলা” ।
তাই ধৃতরাষ্ট্রের সন্তান ১০২ টি।

প্রসঙ্গত  -
তার আর এক পুত্র “বিকর্ন” (১৬) দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে যুদ্ধের আগে পর্যন্ত কৌরবদের বিরোধিতা করে গেছে  ঠিকই, কিন্তু যুদ্ধে কৌরব পক্ষই নেয় এবং ভীমের হাতে তার মৃত্য হয় এবং তার মৃতুই একমাত্র ঘটনা পুরো মহাভারতে যেখানে ভীম অনুশোচনায় কেঁদেছিল।
আরো মজার ব্যাপার হলো ধর্মের দিক থেকে অনেক প্রাচীন পন্ডিতের মতে যুধিষ্ঠির বা কর্ণের থেকেও বিকর্ন বড় ধার্মিক ছিল কিন্তু তার কোনো মর্যাদাই সে পায়নি একমাত্র ভীম ই তাকে যুদ্ধক্ষেত্রে সন্মান জানিয়েছিল।

সত্যিই  যা  নেই  ভারতে   তা   নেই   ভারতে।

(#অমিতাভ)

Comments

Popular posts from this blog

বাংলার বিভিন্ন ধরনের ভুত

মহাভারত একটু অন্য চোখে - কৌরবদের ১০২ জন কিকরে?