স্টেশন মাস্টারের অতিথি
#স্টেশনমাস্টারের_অতিথি
#অমিতাভ_ব্যানার্জী
বনের রাজা সে! এই দুর্যোগের দিনে একটা আশ্রয় পাবেনা? সামনে একটা প্রায় অন্ধকার বাড়ি। ঢুকে দেখলো একটা ঘরে দরজা খোলা, টিম টিম করে আলো জ্বলছে। ভেতরে একটা বিরাট বড় কাঠের জিনিষ, তার তলায় আশ্রয় পাওয়া গেলো।
স্বাধীনতার পরে পরেই আসামের এই ছোট্ট স্টেশনে আজই নতুন পোস্টিং। চারিদিকে জঙ্গল। দিনে রাতে একটাই মিটার গেজ ট্রেন যায় আসে। সারাদিনে কাজ নেই প্রায়। পয়েন্টসম্যানকে নিয়ে তারা দুজন। স্টেশনেই থাকা খাওয়া। বাড়ি যাবার আগে পয়েন্টসম্যান বার বার করে বলে গেছে ঘরের দরজা জানলা বন্ধ রাখতে। আগের স্টেশন মাস্টারও তাই বলেছে। কিন্তু বাথরুম কি আর ঘরে করা যায়? কি আর হবে? এইতো কাজ সারা হলো, এইবার দরজা বন্ধ করে টিম টিম করে জ্বলা লম্ফটা নিভিয়ে বিরাট বড় কাঠের টেবিলটার ওপর শুয়েই এক ঘুমে সকাল।
পরদিন সকালে, ট্রেন সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেল। অনেক পরে বন্দুক এলো। তারপর দরজা ভাঙ্গা হলো।
(#অমিতাভ)
Comments
Post a Comment