এক_কাপ_চা

#এক_কাপ_চা

#অমিতাভ_ব্যানার্জী

ঠিক সোয়া ছটা যেই বেজেছে,
গোধূলির আলোয় আকাশ সেজেছে,
শ্রান্তি আমার ঘরকে টেনেছে,
মন তাই মোর প্রিয়াকে ভেবেছে,
আর ছোট্টটা আমার কেমন হেসেছে,
অমনি এক কাপ চা হাতে এসেছে।

(#অমিতাভ)

Comments

Popular posts from this blog

বাংলার বিভিন্ন ধরনের ভুত

মহাভারত একটু অন্য চোখে - কৌরবদের ১০২ জন কিকরে?

মহাভারত একটু অন্য চোখে - কৌরবদের ১০২ জন কারা?